Financial Posts : 2014 10 K

1) For over a century, economists and policy makers have debated the relative merits of bank-based versus market-based financial systems. Recent research, however, argues that classifying countries as bank-based or market is not a very fruitful way to distinguish financial systems. This paper represents the first broad, cross-country examination of which view of financial structure is more consistent with the data. The results indicate that although overall financial development is robustly linked with economic growth, there is no support for either the bank-based or market-based view. ==================>
http://www.nber.org/papers/w9138

2) The purpose of this book is to introduce the reader to the concepts and tools for studying relations between states and markets. The focus is methodological. Both the economy and the state are analyzed as networks of relations between principals and agents, occupying particular places in the institutional structure.Having introduced the principal-agent framework, the book analyzes systematically the effect of the organization of the state on the functioning of the economy. The central question is under what conditions government will do what they should be doing and not do what they should not. =====>
http://books.google.com.bd/books/about/States_and_Markets.html?id=bSdnQgAACAAJ&redir_esc=y

3) Bank-Based or Market-Based Financial Systems: Which Is Better?

4) BD Banking  – – –

আমানতকারীদের যে পরিমাণ সুদ দেয়া হচ্ছে, ঋণের মাধ্যমে তার চেয়ে অনেক বেশি পরিমাণ সুদ আদায় করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংকের নিদের্শনায় এ দুই সুদ হারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশীয় পয়েন্টে নামিয়ে আনার কথা বলা হলেও সে নির্দেশনা মানছেনা অনেক ব্যাংক। বিশেষ করে বিদেশী মালিকানার ব্যাংকগুলো এক্ষেত্রে কোন গুরুত্বই দিচ্ছে না। গত সেপ্টেম্বর মাস শেষের হিসাবেও দেখা গেছে দেশে কার্যরত ৫৪টি ব্যাংকের মধ্যে ২২টি ব্যাংক এ নির্দেশনা মানেনি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। ( Post of November 4, 2013 )

5) মূল্যস্ফীতির সমস্যাটি ছোট আকারে দেখার কোন কারণ নেই। ====>> BD Inflation 

বাংলাদেশের জনগণের আয় বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যে আয় বৈষম্য সাম্প্রতিক সময়ে তাকে আরও তীব্রতর করে দেশকে নীরব দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দিয়েছে ক্রমবর্ধমাণ উচ্চ মুল্যস্ফীতি। এ মুল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাবে, দরিদ্র আরও দরিদ্র হবে, ব্যবসায়ী ও রাজনৈতিক মহলের কাছে সম্পদ পুঞ্জীভুত হবে, দুর্ণীতির বিস্তার ত্বরান্বিত হবে ও সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যকার ভারসাম্য নষ্ট হয়ে উৎপাদন ব্যবস্থা ভেঙ্গে পড়বে যাতে জাতীয় অগ্রগতি ব্যাহত হবে। অপরদিকে ব্যাপক জনগোষ্ঠীর মধ্যকার পুঞ্জীভুত ক্ষোভ ও হতাশার আড়ালে অপরাধকর্ম, জঙ্গীবাদ ও বিভিন্ন সামাজিক সমস্যা সমাজকে হুমকির মুখে ঠেলে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে অস্থীতিশীল করে তুলে বিশ্বজুড়ে পরিচালিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’র অংশ হিশেবে বাংলাদেশেও বিদেশি সামরিক হস্তক্ষেপ বাড়বে যা এই রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত হানবে। তাই মূল্যস্ফীতির সমস্যাটি ছোট আকারে দেখার কোন কারণ নেই।

6) Zakah – – – – যাকাত  – – – 

পৃথিবীর সবচেয়ে পুরনো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা হলো যাকাত যা রাসুল (সা:) চালু করেছিলেন। উন্নত বিশ্বে বিভিন্ন নামে সামাজিক নিরাপত্তা কর্মসূচী মাত্র ৫০-৮০ বছর আগে চালু হয়েছে। যাকাতের মৌলিক উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন, সুসমন্বিত দারিদ্রমুক্ত সমাজ গঠন, ধনীদের সম্পদ পবিত্রকরণ। যাকাত ধনীদের সম্পদের একটি নির্ধারিত অংশ বার্ষিক ভিত্তিতে দরিদ্রদের কাছে বাধ্যতামূলকভাবে প্রদানের একটি সুন্দরতম ইসলামী আর্থিক ব্যবস্থা।

7) ড. উমর চাপড়া  – – – 

ড. উমর চাপড়া আরও বলেছেন, বাণিজ্যিক ব্যাংক যে নতুন অর্থ তৈরি করে তা প্রকৃতপক্ষে ব্যাংকের পরিশ্রমের ফল নয়। – – – – তাই এ অর্থ জনগণের পক্ষ থেকে মুদারাবা অ্যাডভান্স হিসেবে গণ্য হবে। এর লাভের অংশ জনগণ পাবে অর্থাত্ সরকারি কোষাগারে জমা দিতে হবে। মুদারাবা হচ্ছে লাভ-লোকসান ভাগাভাগি করা ভিত্তিক ব্যবসা ব্যবস্থা।

8)

কেন্দ্রীয় ব্যাংকের ‘ফাও’ টাকা ==================>> Central Banking – – – 

কেন্দ্রীয় ব্যাংক যে নতুন অর্থ ছাপিয়ে বাজারে ছাড়ে তা ‘ফাও’ বা প্রায় খরচহীন নতুন অর্থ। বর্তমানে এ টাকা সুদে সরকারকে বা ব্যাংকগুলোকে দেয়া হয়। ড. উমর চাপড়ার মতে, এ টাকা সুদহীনভাবে সরকারকে দিতে হবে, যাতে সরকার দরিদ্রবান্ধব প্রকল্প কার্যকর করতে পারে। এর একটি অংশ বাণিজ্যিক ব্যাংকগুলোকে মুদারাবা বিনিয়োগ হিসেবে দিতে হবে। এর ফলে ব্যাংকগুলো কম লাভের প্রকল্পেও যেতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক কম লাভ পেলেও ক্ষতি নেই, কেননা এই টাকা মূলত ‘ফাও’ টাকা।
———————— শাহ আবদুল হান্নান , সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
shah_abdul_hannan@yahoo.com

9) Capitalism – – – 

পুঁজিবাদের দর্শনের একটি মূল ত্রুটি হচ্ছে, এতে অর্থনৈতিক বিধিগুলোকে প্রাকৃতিক আইনের মতো মনে করা হয়। চন্দ্র যেমন তার গতিতে চলে, কেউ হস্তক্ষেপ করতে পারে না, তেমনিভাবে অর্থনৈতিক আইনগুলোকে এরকম মনে করা হয়। পুঁজিবাদ আরও বলে যে, অর্থনীতি হচ্ছে একটি পজিটিভ সাইন্স অর্থাত্ অর্থনীতির কোনো মূল্যবোধ নেই। এটা আপন গতিতে চলে। সুতরাং পুঁজিবাদ এক মূল্যবোধহীন অর্থনীতির জন্ম দিয়েছে। দারিদ্র্য দূর করা তার লক্ষ্য নয়। এটা এক অস্বাভাবিক চিন্তা। ——————————- shah_abdul_hannan@yahoo.com

10)  নগর দারিদ্র্য – – – 

বাংলাদেশের নগরায়নের নাটকীয় সম্প্রসারণ ঘটছে। সঙ্গে সঙ্গে গ্রামীণ দারিদ্র্যের চেয়েও জটিল সমস্যা হিসেবে দেখা দিচ্ছে নগর দারিদ্র্য। নগর দারিদ্র্য সারা দেশে অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে।

Leave a comment