Financial Posts : 2014 10 L

1)

মোটের উপর বলা যায়, দেশের অর্থনীতি নব্বই দশকের পর সব চেয়ে খারাপ অবস্থা পার করছে।

আমি জানি না কেন এই সত্য গুলো কেও বলছেনা । মানুষ খুব কষ্টে আছে। বিশেষত মধ্যবিত্ত। বিশেষত যারা মাত্র গ্রাজুয়াসান শেষ করলো। বিশেষত যারা ছোট বেবসা করে। বিশেষত গ্রামের কৃষক বা প্রান্তিক মজুরেরা। ক্লিয়ারলি, আমরা রিসেসানের মধ্যে পরেছি। কিন্ত সরকার এর বি বি এস, ইচ্ছা মত ডাটা দিয়ে বলছে, আমরা ইউরোপ, আমেরিকার থেকে ভাল আছি। চোখের সামনে দেখা যাচ্ছে আমাদের বাস্তব ইন্দিকেটার গুলো একটা ভয়াবহ দুরবস্থা নিরদেশ করছে। কেন এই গুলো নিয়ে মিডিয়া,সরকার কারো মাথা ব্যাথা নাই, কেন এই নিয়ে আরো এনালিসিস হচ্ছে না সেই টা একটা এক কোটি টাকার প্রশ্ন।
==============================>> LINK

2) রিয়াল এস্টেট সেক্টর কিন্তু টেম্পোরারি লেবার এর বড় জোগান দাতা । এই সেক্টর ধসে পড়াতে লেবার মার্কেটে কি প্রভাব পড়ছে  তা যাচাই করার মত কোন ইন্ডিকেটার এই দেশে নাই।

3)

এনজিও কর্তৃক দারিদ্র্য চাষ : ==========>>

এদেশের এনজিওগুলি- যাদের ঘোষিত লক্ষ্য হ’ল দারিদ্র্য বিমোচন, তারাই দারিদ্র্য চাষ করছে বলে ঘোরতর ও প্রবল সমালোচনা শুরু হয়েছে। বস্ত্ততঃ এনজিওগুলো যে ক্ষুদ্রঋণ দেয় এবং তার জন্য যে পরিমাণ সূদ শেষাবধি গ্রাহককে পরিশোধ করতে হয়, তাতে ‘লাভের গুড় পিঁপড়ায় খায় না; বরং মূল উপার্জনেরই একটা অংশ তুলে দিতে হয় নতুন এই বেনিয়াদের হাতে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান এক সেমিনারে বলেছেন, ‘ক্ষুদ্রঋণ ঔপনিবেশিক অর্থনৈতিক চিন্তার আধুনিক সংস্করণ মাত্র। প্রতিবছর দেশের প্রায় ১ কোটি জনগোষ্ঠী ক্ষুদ্রঋণের প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারাচ্ছেন। এ ধরনের কোন প্রকল্পের মাধ্যমে কখনোই দেশকে দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব নয়’।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহীত এনজিও ঋণের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘চোরাবালিতে আটকা পড়ে যাচ্ছেন ক্ষুদ্রঋণ গ্রহীতারা’।- বর্তমানে দেশে ক্ষুদ্রঋণ নিচ্ছেন ৪ কোটি দরিদ্র মানুষ। এত ক্ষুদ্রঋণ দেয়ার পরও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তা খতিয়ে দেখা দরকার। ক্ষুদ্রঋণ নিয়ে বছরে প্রায় ১২ হাযার কোটি টাকা লেনদেন হয়। বর্তমানে প্রায় ২০ হাযার প্রতিষ্ঠান ক্ষুদ্রঋণ দিচ্ছে। অর্থমন্ত্রী আরো বলেন, বর্তমানে ক্ষুদ্রঋণের সূদের হার ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত।

4) কেবলমাত্র ব্যাংকগুলো অর্থ (money) তৈরি করে ।
অতঃপর তৈরিকৃত টাকাগুলো economy তে loan আকারে নির্দিষ্ট সুদের বিনিময়ে ছাড়া হয় LINK

5) ইউরোপ আমেরিকায় বিনিয়োগের চেয়ে বাংলাদেশে বিনিয়োগ লাভজনক! LINK

6) Bank Rate ============>>

Leave a comment